Support Us : rdrs@rdrsbangladesh.org

Phone Us : + 88 02 58957071, 58954673, 58951802

Flash News

  • Home
  • জাতীয় শোক দিবস কর্মসূচি

জাতীয় শোক দিবস কর্মসূচি

জাতীয় শোক দিবস কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক গৃহীত “জাতীয় শোক দিবস ২০২৩” উদযাপন কর্মসূচি

সংস্থার পক্ষ থেকে শোকাবহ আগস্ট মাস জুড়ে বাস্তবায়নের জন্য নিম্নোক্ত কর্মসূচিসমূহ হাতে নেয়া হয়:

ক্রমিক

কর্মসূচি

পালনের ধরন

দায়িত্ব

0১

দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা

১৫ আগস্ট সরকারের নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী সংস্থার সকল কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সকল       বিএম/এএম/আরএম/পিসি/পিএম এবং ঢাকা ও রংপুর অফিসের সংশ্লিষ্ট

০২

কালো ব্যাজ ধারণ

সংস্থার সকল পর্যায়েল সকল কর্মীকে ১৪, ১৫ ও ১৬ আগস্ট কালো ব্যাজ ধারণ করতে হবে। নিজ নিজ কার্যালয়ে ‘সকলের কালো ব্যাজ ধারণ’ নিশ্চিত করতে, সংশ্লিষ্ট সুপারভাইজাররা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সকল পর্যায়ের সকল সুপারভাইজার

০৩

জাতির পিতার

প্রতিকৃতিতে

শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সংস্থার রংপুর অফিসে অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে

হেড (অ্যাডমিন অ্যান্ড জিএস, এমএফ এবং কৃষি ও পরিবেশ)

০৪

বঙ্গবন্ধুর জীবন ও

কর্মের উপর

আলোচনা সভা

রংপুর অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জুম লিংকে প্রধান কার্যালয় থেকে সংস্থার নির্বাহী পরিচালক/সিনিয়র পরিচালকসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ যোগদান করবেন।

হেড (অ্যাডমিন অ্যান্ড জিএস, এমএফ এবং কৃষি ও পরিবেশ)

০৫

বৃক্ষরোপণ কর্মসূচি

সংস্থার রংপুর অফিসসহ অন্যান্য অফিস ক্যাম্পাসে নিজস্ব আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে|

হেড (অ্যাডমিন অ্যান্ড জিএস)

০৬

বিনামুল্যে স্বাস্থ্যসেবা

প্রদান

বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ এবং মানবিক সহায়তা প্রদান করা হবে। শোক দিবস উপলক্ষ্যেসংস্থার কুড়িগ্রাম ও পঞ্চগড় রিজিওনের নির্ধারিত শাখাসমূহে উপরোক্ত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা উপকরণ প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

গৌতম কুমার হালদার ও রাশেদুল আরেফিন

০৭

Webside,

Social Media,

তে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন          

আরডিআরএস বাংলাদেশ-এর Website, Social Media তে  জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বার্তা প্রেরণ করা হবে

সিনিয়র সমন্বয়কারী (কমিউনিকেশন্স)

০৮

কমিউনিটি রেডিওতে

জাতীয় শোক দিবস

উপলক্ষে আলোচনা

ও স্মৃতিচারণ

আরডিআরএস বাংলাদেশ কর্তৃক পরিচালিত কমিউনিটি রেডিওতে (রেডিও চিলমারি) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করতে হবে।|

সিনিয়র সমন্বয়কারী (কমিউনিকেশন্স)

০৯

প্রতিবেদন

আরডিআরএস বাংলাদেশ কর্তৃক জাতীয় শোক দিবস ২০২৩ পালন/কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করে সংস্থার ওয়েবসাইটে আপলোড করা হবে এবং এনজিও বিষয়ক ব্যুরো ও এমআরএ-তে প্রেরণ করা হবে।

কমিউনিকেশন্স

"

"

"