
জাতীয় শোক দিবস কর্মসূচি
জাতীয় শোক দিবস কর্মসূচি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক গৃহীত “জাতীয় শোক দিবস ২০২৩” উদযাপন কর্মসূচি
সংস্থার পক্ষ থেকে শোকাবহ আগস্ট মাস জুড়ে বাস্তবায়নের জন্য নিম্নোক্ত কর্মসূচিসমূহ হাতে নেয়া হয়:
ক্রমিক |
কর্মসূচি |
পালনের ধরন |
দায়িত্ব |
0১ |
দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা |
১৫ আগস্ট সরকারের নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী সংস্থার সকল কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। |
সকল বিএম/এএম/আরএম/পিসি/পিএম এবং ঢাকা ও রংপুর অফিসের সংশ্লিষ্ট |
০২ |
কালো ব্যাজ ধারণ |
সংস্থার সকল পর্যায়েল সকল কর্মীকে ১৪, ১৫ ও ১৬ আগস্ট কালো ব্যাজ ধারণ করতে হবে। নিজ নিজ কার্যালয়ে ‘সকলের কালো ব্যাজ ধারণ’ নিশ্চিত করতে, সংশ্লিষ্ট সুপারভাইজাররা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। |
সকল পর্যায়ের সকল সুপারভাইজার |
০৩ |
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ |
সংস্থার রংপুর অফিসে অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে |
হেড (অ্যাডমিন অ্যান্ড জিএস, এমএফ এবং কৃষি ও পরিবেশ) |
০৪ |
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা |
রংপুর অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জুম লিংকে প্রধান কার্যালয় থেকে সংস্থার নির্বাহী পরিচালক/সিনিয়র পরিচালকসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ যোগদান করবেন। |
হেড (অ্যাডমিন অ্যান্ড জিএস, এমএফ এবং কৃষি ও পরিবেশ) |
০৫ |
বৃক্ষরোপণ কর্মসূচি |
সংস্থার রংপুর অফিসসহ অন্যান্য অফিস ক্যাম্পাসে নিজস্ব আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে| |
হেড (অ্যাডমিন অ্যান্ড জিএস) |
০৬ |
বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান |
বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ এবং মানবিক সহায়তা প্রদান করা হবে। শোক দিবস উপলক্ষ্যেসংস্থার কুড়িগ্রাম ও পঞ্চগড় রিজিওনের নির্ধারিত শাখাসমূহে উপরোক্ত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা উপকরণ প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। |
গৌতম কুমার হালদার ও রাশেদুল আরেফিন |
০৭ |
Webside, Social Media, তে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন |
আরডিআরএস বাংলাদেশ-এর Website, Social Media তে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বার্তা প্রেরণ করা হবে |
সিনিয়র সমন্বয়কারী (কমিউনিকেশন্স) |
০৮ |
কমিউনিটি রেডিওতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও স্মৃতিচারণ |
আরডিআরএস বাংলাদেশ কর্তৃক পরিচালিত কমিউনিটি রেডিওতে (রেডিও চিলমারি) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করতে হবে।| |
সিনিয়র সমন্বয়কারী (কমিউনিকেশন্স) |
০৯ |
প্রতিবেদন |
আরডিআরএস বাংলাদেশ কর্তৃক জাতীয় শোক দিবস ২০২৩ পালন/কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করে সংস্থার ওয়েবসাইটে আপলোড করা হবে এবং এনজিও বিষয়ক ব্যুরো ও এমআরএ-তে প্রেরণ করা হবে। |
কমিউনিকেশন্স |
"
"
"